আমার ভূমে আশার আষাঢ়
ভিজছে সবই অল্পতেই
খবর দিল উদাস হাওয়া
পরির দেশে বৃষ্টি নেই
রাগ হয়েছে মেঘবালিকার
চুল ওড়ানো ঝড়ের প্রতি
অনুনয়ের হিসেব মেপে
যদিও দিলেক সম্মতি
আবার দিল শর্ত বেঁধে
" দিতেই পারি বৃষ্টি বারি
দাও কথা দাও ভিজবে এসে
সেই যে তোমার আগুন পরি । "
এমন কথা কেম্নে দেব
তুমিই বলো মেঘের মেয়ে
আমি না হয় বলতে পারি
ভিজবো শ্রাবণ আদুড় গায়ে ।
তোমার সাথে খেলতে গিয়ে
পরির যদি অসুখ করে
অসুখ হলেই একলা সবাই
ভুল বকে তাই জ্বরের ঘোরে ।
ভুল বকে না , ভুল জানো গো
বেরিয়ে আসে মনের অতল
জ্বরেরোতো পথ্যি আছে
সঙ্গে রাখে প্যারাসিটামল ।
বৃষ্টি হয়ে ঝরার সময়
মারবো উঁকি তাহার মনে
দেখবো তোমায় লুকিয়ে কোথায়
রেখেছে মেয়ে সঙ্গোপনে ?
মেঘবালিকা মেঘবালিকা
আমার কোথাও লুকানো কই ?
মেঘবালিকা মেঘবালিকা
আমরা এসো বন্ধু হই ।
বন্ধু হবো বৃষ্টি যাবো
একটি তবু শর্ত ধরি
এক পৃথিবীর কাব্য লিখো
সবটা জুড়েই আগুন পরি ।
_সৌরভ_
২১/০৬/২২