আকাশ চেয়েছে মেঘের পালকে লিখতে প্রেমের চিঠি
বলছে বাতাস শোনরে আকাশ প্রেমিকার লক্ষ্মীটি
আমি তোর দূত বড়ো অদ্ভুত উড়ে যাই যদি একা
চিঠির আশায় পথ চেয়ে আছে দ্যাখ তোর প্রেমিকা

মেঘ এসে বলে ভয় নেই ওরে চিঠি লিখ তুই নীলে
পৌঁছাবে ঠিকই সঠিক ঠিকানা দুই বন্ধুতে মিলে
বাতাসের কথা দিসনাকো কান স্বভাব তেমনি তার
দুজনে আমরা নিয়ে যাবো তোর চিঠি ঠিক প্রেমিকার

উড়েছে হাওয়া ভেসে গেল মেঘ আকাশের চিঠি নিয়ে
ঢাকালো সূর্য মেঘের আড়ালে বর্ষার নাম দিয়ে
ধরা পেল চিঠি আকাশের কাছে শ্রাবণের নীলে লেখা
চিঠির আবেগে রাঙিয়ে ধরাকে মেঘেরা করলো দেখা

শ্রাবণের শেষে আকাশের নীলে সেকি অপরূপ মায়া
পৃথিবী তখন উথল যুবতী আলো ভরা তার কায়া
প্রযত্নে রবি কেমন এড়িয়ে পৃথিবীর চিঠি আসে
এই পৃথিবীর ক'জন প্রেমিক চিঠি লেখা ভালোবাসে ?