একদিন কবিতা পড়বো বলে তোমার কাছে এলাম

দেখি অজস্র কবিতা হয়ে দাঁড়িয়ে আছো
ধুম্র শৈল নিঃসঙ্গ স্থবিরের মতো

সম্মুখে  কত খরস্রোতা , শান্ত গুহা , উত্তুঙ্গ পাহাড়ে
লুব্ধক কবিদের মগ্ন অক্ষর যাপন
তারা কেউ তোমাকে 'মাগ' বানাতে চায় কেউ 'মহান'

তারা কেউ তোমাকে মা বলে পুজো করে
কেউ চায় নিদাঘ বুকের উপর নিখাদ প্রেমিকা রূপে

তোমার সারা শরীর জুড়ে কতো কবিতা
তাই আমিও তোমার কাছে লুব্ধক কবিদের মতো
এই আঙিনার স্বর্গ - দোজখ ঘুরে

ফিরে আসি
নিমগ্ন হওয়ার মতো
কয়েকটি কবিতা পড়বো বলে