প্রতিটি বিকেল এভাবেই বয়ে গেছে -
যেভাবে উড়ে গেছে শীতের পরিযায়ী
হেসে - ভালোবেসে।
কথা ছিলো কথা হবে দুজনায়
দূর দিগন্ত রাঙবে যখন গোধুলী-আভায়
কথা হবে তোমায় আমায় ।
কথা হবে ভেবে কতো ঘাত-প্রতিঘাত
সকাল পেরোলো , বয়ে গেল বিকেল
কেটে গেল রাত.....
কথা ছিল কথা হবে - এই প্রতিক্ষায়
প্রতিটি বিকেল এভাবেই বয়ে যায়
সময়ের নদী স্রোতে অনন্ত ত্রিযামায় ....