কাল রাত্রে একটা তিতির পাখি রোস্ট করে খেলাম
আজ রাত্রে আমার জন্য একটা আস্ত মুরগির ব্যবস্থা আছে
আজকাল যখনই খিদে পায় তখনই নির্দ্বিধায় খিদের কথা বলি
ওরা ক্ষুধার মর্ম বোঝে খেতে দেয়, খায়
খাওয়াও হয়ে গেলে উচ্ছিষ্ট হাড়ের কোন প্রয়োজন পড়ে না
নতুন মুরগির কাছে গিয়ে তখন আবার
যৌবনভুখ খিদের কথা বলি
আগে খিদে মানে বুঝতাম - ভাত থেকে উঠে আসা ফ্যানের গন্ধ
আগে খিদে মানে বুঝতাম
"মরণরে তুঁহু মম শ্যাম সমান"
এখন খিদে পেলে শুধু গোস্ত বুঝি
ওরা সব খিদে মানে - আমাকে