প্রতিটি অক্ষর যেন মায়াবন !   মারীচ -
সম্মুখে ব্যঞ্জনা দিতে তারা আসে চোখের ভিতর
স্বরবর্ণের স্বাধীনতা শিখে এগিয়ে যাই 'ক'-এর গভীরে

'ক'-এর ভিতরে 'কৃষ্ণ' - লাম্পট্যের অপর নাম !
'ক'-এর গভীরে 'কাল' ! আগত ভবিষ্যত কিংবা অনাহুত বিপদ

শিরায় শিরায় এ কোন মায়াবন !
যার ভিতরে কলঙ্ক , কলুষিত , কালিমার গাছ
মারীচ সাবধানে চলতে হয় -
'ক'-এর রক্তে কোনো রাধা নেই ! বাধা আছে ।
সমস্ত অরণ্য অতিক্রমে দেখো - আছে 'কদমের কলি'
যা প্রস্ফুটিত হলে রাধাও বিকশিত হয় ।

                                       ১৬/০৭/১৯