যখন তোমার ভীষন ভালো মন
তখন না হয় আমায় ভুলে যেও
সন্ধ্যাতারা আকাশে ধরা দিলে
আমায় না হয় তখন অস্ত দিও ।

সবার সাথে একলা থাকি খুব
মনের কোনে বর্ষা বিষণ্ণতা
হারিয়ে যাবো সবাই ফিরে এলে
কাটবে যবে আগলানো শূণ্যতা

জানি নির্লিপ্ত হয়না বেঁচে থাকা
কাব্য - জীবন জড়িয়ে ওতপ্রোত
ঝিনুকবাটি মায়ের আদর মাখা
ফিরলে সবে থেকো আগের মতো

আকাশটা তো তোমার খুব চেনা
গ্রহান্তরে লুকিয়ে যাবো তাই
গোঁসাই কবি আমায় দেখে নিয়ে
বলবে দেখো " সূর্য পোড়া ছাই " ।