কুসুম তোর মন নাই
শরীর সর্বস্ব সব
কিরাতের মুখোশ পরে প্রেমের ছোনাচ করে
বন্ধু আমার : বিষ্ণু সহিস
ইতিকথার টানে সেও একথা জানে
শেষ রাতে ছোনাচে খেউড়ের ডাক
অলস বন্ধু আমার মালকোচা খুলে বলে থাক
সকালে দেখেছো তাকে ট্রাকের মাচায় ?
কুসুমের মন চিনে অচেতনে ঘুমায়
এ কথা গোপন নয়, নিরবতা অকুস্থলে ক্ষীণ
পরাভূত অতীত নিয়ত হচ্ছে বিলীন