একটি মায়ের অবহেলা দেখে
যে শিশুটিকে আমি হত্যা করেছি
সেই শিশুটির আত্মা আমার কাছে চায়নি কৈফিয়ৎ
আমায় ধন্যবাদও দিয়ে যায়নি সে
তার আনন্দ না দুঃখ আমি বুঝতে পারিনি
তবু আমার চেতনার আকাশে শিশুটি
ফিরে ফিরে আসে
তার অভিমান ভরা চোখ
আমাকে অপ্রকৃতিস্থ করে দেয়
যাকে আমি খুন করেছি
যদি ভুল বশে মা-টি মাটি হয়ে আসে
যদি কৈফিয়ৎ চায় আমার হত্যালীলার
আমি শুধু বলবো -
এ খুনের দায় আসলে তোমার
আমি শুধু জ্যান্ত শবের বুকে ছুরিটা বসিয়েছি