এই যে তোকেই পড়ছে মনে
সকাল দুপুর সন্ধে বেলায়
হারিয়ে যাওয়া দিন গুলো সব
আসছে হেঁটে স্মৃতির মেলায়
আমি এখন একলা যখন
মনের কাঁচে জমিয়ে ধুলো
তোকেই আমি সঙ্গে খুঁজি
হাতড়ে বেড়াই অতীত গুলো
আমাকেও কি পড়ছে মনে
আগের মতো রাত বিরেতে
কষ্ট পাওয়া দিন গুলো আর
কান্না থামার সান্ত্বনাতে
হয়তো আছি কিংবা তো নেই
মনের কোনো বন্ধ তালায়
আমার তোকেই পড়ছে মনে
সকাল সাঁঝে মনের জ্বালায় ।