যাবতীয় দুঃখ শোকের বাড়ি
দিয়ে তোমার সাথে আড়ি
আমি যাই হারিয়ে আকাশে নীল ডানায়
তোমার ব্যাকুল করা মনে
কেন ডাকছিল কুক্ষণে
বলো ঘরে ফেরা আর কি আমার মানায়
বাঁশীর মন কেমনের সুরে
আমার যাওয়া অচিনপুরে
ভাসবো জীবন এ শান্ত সমুদ্দুর
তুমি তোমার মতোই থাকো
সুখের প্রদীপ জ্বেলে রাখো
এনো খুশির হাওয়া হৃদয়ে ভরপুর
আমার পালিয়ে যাওয়ার মন
ধরে রাখবে কতক্ষণ
বাউল বাতাস ডাক দিয়েছে আয়
তাই সবকিছুকে ফেলে
শেষ মনকেমনের মেলে
আমার ঠিক পালিয়ে যাওয়া যায়