জড়িয়ে ছিলাম তোমার সাথে
গাছে পাতায় ওতপ্রোত
ঝাপটা দিয়ে ফাগুন বাতাস
করলো দ্যাখো বৃক্ষ চ্যুত
এখন তো ওই ফুলের সময়
ঝলমলে ও রংবাহারী
শুকনো পাতার দিন ফুরালে
খোঁজ রাখে কি গাছের সারি ?
বাতাস পেলেই উড়তে থাকে
বিলীন হবার আসছে পালা
হায়রে আমার শুকনো পাতা
বাঁচবি যদি আগুন জ্বালা
আগুন না হোক উঠুক ধোঁয়া
দীপক বাজুক ছিন্ন তারে
মনের ভেতর জ্বললে আগুন
ক'জন বলো বুঝতে পারে
মল্লারে হয় বৃষ্টি আসুক
গাছের পাতা ভিজুক জলে
স্রোতের সাথে যাক পালিয়ে
ডুবলো যারা ফেরার দলে
ফেরার হওয়া নয়তো সোজা
চাইলে সবাই হারিয়ে যেত
কৃষ্ণ মেঘের হরিণ দেখে
বিবশ হওয়া রাধার মতো
বোঝার মানুষ গাছ হবে না
হয়তো হবে মাটির মতো
শিকড় ছিঁড়ে উপড়ে গেলেও
রইবে বুকে গভীর ক্ষত ।