আঙুলে আঙুল আটকের আগেই ফিরিয়ে
এনেছে স্বপ্ন ।
সেদিন যে মেয়েটির চোখে চোখ রাখেনি
সে আজ আর ভালোবাসেনা ........
কেন বাসবে ...? প্রশ্নই অবান্তর ।
" ভালোবাসাও এক বিশুদ্ধ স্বার্থপরতা "
সেই স্বার্থপরতার গালে
স্বার্থের চুমু আঁকার অবকাশ অযৌক্তিক ভেবে
প্রবাহিত পঙ্কিল পথে পদবী পেয়েছে - স্বার্থপর ।
প্রপঞ্চ অধরের অপরূপে ওষ্ঠের স্নায়বিয় ব্যবধানে -
ও অধর বলেছে তারে সেই বায়বীয় কথা .......
ছেলেটির নিমগ্ন নিকোটিনে সবকিছু উড়ে যায়
দীর্ঘশ্বাস খেলা করে শুধু আঙ্গুলের ডগায় ।
ছন্নছাড়া