ঝাপসা কাঁচের আড়াল থেকে
তোমায় দেখি শুদ্ধ মতো
বর্ষামুখর আলো-আঁধারি
বারোয়ারি আর ব্যক্তিগত
মাটির ঘরের দেওয়াল জুড়ে
বেহায়া আমার প্রতিকৃতি
মনে পড়ে তোমার আমার
সুরম্য দিন ঠুনকো স্মৃতি
সেসব কথা বিস্মৃত প্রায়
দৈবে কিংবা ইচ্ছে করে
বৃষ্টি পাগল খুলল আগল
ভিজলো কপোল মাটির পরে
বর্ষা দিনে বনবাসে যাই
খুঁজে বেড়াই পাথরটা কে ?
ক্ষ্যাপার মতো রামকে বসাই
ঘুম ভাঙাতে অহল্যাকে