একটি বিতর্কিত নো বলে বিপক্ষের জয় দেখে হাসছে ঈশ্বর ।
বাঁশ কেটে বেরিয়ে আসছে খাঁচা , গাছেদের বাঁধবো বলে ।
এই বাঁশে - বলে কোন সাযুজ্য নেই ভাবলে ভুল করবে
একটু ভেবে দেখো দু'জায়গায় বাঁশের ইঙ্গিত আছে
দেওয়ার লোক অনুপাতে আলাদা হলেও
নেওয়ার লোক পক্ষান্তরে এক ।