তোমার চাঁদপানা মুখ দেখলে
               আমার হিংসে হয় সুদেষ্ণা

যেরকম রাধাকে হিংসে করতো বনমালী
মায়ের কাছে গিয়ে জানাতো নালিশ -

" অঙ্গে অঙ্গে এতো শোভা কী করে হলো
মা গো
রাধা কেন গৌরকান্তি আমি কেন কালো ? "

আমি তো মা কে বলতে পারি না তোমার কথা
কৃষ্ণের মতো নিজেকে সঁপে দিতে
                     আমার কোন পয়মন্ত যমুনা নেই
তাই আরো আরো ঈর্ষায় জ্বলে যাই


আমি কৃষ্ণ নই সুদেষ্ণা
           যেকোনো অলিখিত মুহূর্তে

আমার হিংসে ও রূপের কাছে হিংস্র করে দিতে পারে