একবেলা খোঁজ নিতে পারতে তুমিও
জল সরিয়ে কাঁসাইয়ের মতো মেলে ধরতে পারতে কাশের আঁচল
অদূরে কোথাও কোনো খাঁড়ি নেই ডিঙি নেই
সব ঢুকে গেল সন্ত্রস্ত পৃথিবীর গভীরতম কোথাও !
সেতুটি বাঁধার পর মাঝির অবস্থা ঠিক যেরকম হয়
নদী আছে , নৌকা আছে , নেই খেয়া পারাপার
সেরকমই
কৌশলী হাতের নৈপুণ্য হারিয়ে যায় ধীরে ধীরে
হারিয়ে যায় ভালোবাসা
অযত্নে , অব্যবহারে ।