কৃষকের ছেলে
বলো
ধানঝাড়া মেশিনের শব্দে কি সুমধুর ঘ্রাণ !
প্রথম শরতে উঠে আসা আলো-চালে
এই তো প্রথম হয় দেবীর বোধন
কৃষকের ছেলে , ও উনুন
বলো -
সোনালী স্বপ্ন আগামীর অন্ধকার মুছে
ঝাড়াই মেশিনের থেকে কিরকম
ফুটে ওঠে আনন্দ ফসলী আলো ।