-কতটুকু সত্যি জানো?
-যতটুকু তোমার মিথ্যে নয়
-তাহলে ভালোবাসা ?
-আমি উদ্দাম নদী বুক
তুমি বিকেলের শান্ত হাওয়া ।
-দুই তো ভিন্নগামী
-জানি ।
-তাহলে এমন তুলনা ?
-আমি তোমার হবো
তুমি যে আমার হবে না
-যদি ফের বাজে কথা বলো
-পেতে দিচ্ছি গাল, নাও হাত তোলো
-ইস্ ! মুখে আসে যা তা
-অসফল পুরুষের এই সহায়তা
-কে বলেছে তুমি অসহায় ?
-তুমি আছো আমার সহায় ?
চলো তবে কন্ঠি বদল করি
-এ তো জোরাজুরি
আমারও তো স্বপ্ন আছে
ভাবনা আছে কিছু
প্রতিটি মেয়ের যেমন থাকে
- আর যে পুরুষ পড়ে আছে পাঁকে
তার কি স্বপ্ন নেই ?
নেই সহায়ের আলিঙ্গন প্রত্যাশা?
- তুমি কি সর্বননাশা
নিজের পায়ে হাঁটো
বন্ধ করো সমাজের মুখ
- তোমারও তাহলে এক অসুখ ?
সত্যির কথা বলছিলে না তুমি?
সত্যি জানি -
- বলো কী জানো ?
- কী আবার
তুমি আমার হবে না কক্খনো ।