কিছু নেই তবু
এই পথ ধরে হেঁটে গেছি বিরহী পাড়ায়
দূরে যেতে যেতে যদি দেখি একবার
বিধুরা থমকে দাঁড়ায়

ক্ষতি কী এমন তাতে
আরো একবার যদি ক্ষমাশীল হয়ে ওঠে মন
এ দেহ সমিধ করে পুড়েছে জলের নাগালে
বিগত কালের যৌবন

তবু দেখি এই
পৃথিবীর মানুষের অন্তরের অনন্ত  টানে
কাঙ্খিত 'আমি' যার সান্নিধ্য চেয়েছে
সে ঠিক বসেছে আসনে


আসনে আসীন যারা
নতজানু নম্র নদীর উচ্ছ্বল স্রোতে পেয়েছে সহায়
আমি জানে, হয়তো বা মানে যে আসে তার কাছে
সেই ছোটো হয়ে যায়