স্নান ঘরে যাই
ওই জল পিট পিট করে হাসে
দেওয়ালের স্নান শেষে জোরে জোর বলি
ওঁ জবাকুস্ম শংকাসং ( বানান ছাড়ুন শীতে )
সূর্য হাসে !
মগে জল তুলি পা ভেজাই মুখ ভেজাই
স্নান ঘর জলে মগের জলেই সুনামী
সারা ঘর ভাবে আজ তবে করিয়েছে স্নান
জানে শুধু ভেজা জাঙ্গিয়া আমি ঠিক কতটা হারামি