অদিতি
বিপুলের থেকে অল্প কিছুই রেখো
তোমাকে এখন মনেই পড়ে না আর
আজকে হঠাৎ যদিও পড়েছো মনে
ভেতরে পুড়ছে নিঃস্বের হাহাকার
তোমার জীবনে মানুষেরা মরশুম
সময় বিশেষে এসে থেকে চলেযায়
তুমি কি তাদের বেসেছিলে ঠিক ভালো
তুমি কি তাদের রেখেছিলে করুণায়
এর উত্তর তোমারই আছে জানা
দেবে কি না তার অধিকারো তোমারি
ভালোবাসবার ক্ষমতা পেয়েছি বলে
প্রতিনিধি হয়ে প্রশ্ন করতে পারি
অদিতি
করুণায় নয় নিঃশর্তের টানে
যেদিন জানবো পাগল হয়েছো আরো
আমাদের মতো ভীষন রকম তুমি
করুণায় নয় ভালোবাসাতেই মারো ।
২৯/০৬/২২