অদিতি
আদুরে বেলায় গিয়েছো কখনো তুমি
একুশ পেরোনো যুবকের কাছাকাছি
ভুলেও যেওনা ভুল স্বপনের কাছে
প্রবেশ আসলে চোখবাঁধা কানামাছি ।
অকালি ফুলের বসন্ত বিকিয়ে গেলে
পথ হারাবার পথটি থাকে না খোলা
নীলচে গাঙেরা বরষা ব্যাকুল হলে
সমাজ সায়রে হয়ে যায় জল ঘোলা ।
আসতে পারবে সেই পথ ঠেলে পায়ে
জীবনে যেখানে চিনবেনা আর কেউ
শিকল ভাঙার গানতো গাইবো আমি
তুলতে পারবে পাহাড় প্রমাণ ঢেউ ?
অদিতি
তোমার আসার আশায় প্রহর গুনি
সমাজের সাথে ঠিক আমি লড়ে নেব
আসতে পারবে তপ্ত সাহারা বুকে ?
মহল না হোক কুঁড়ে ঘর গড়ে দেব ।