অদিতি
আবিল হয়েছে অনাবিল ভালোবাসা
চাঁদের শরীরে রাধিকা কুলের কালি
কলঙ্ক বলে জ্যোৎস্না মাখেনি যারা
আয়ান তারাই হয়নি তো বনমালী ।

কুয়াশা সায়রে অভিসারিকার মতো
স্তব্ধ নুপূরে প্রকৃত প্রেমের টানে
ভালোবাসে যারা কাঙাল হয়েছে প্রিয়
গিয়েছে তারাই দুঃসহ অভিযানে ।

কাঁপে যার রুহু সমাজ লাজের ভয়ে
এই শতকেও শিকল পায়েতে তার
বৈষ্ণব হয়ে তুলসী জপছে যারা
বোঝেনি তারাও রাধিকার প্রেমাধার

অদিতি
সমাজ শিকল তুচ্ছ করতে পারো
যেদিন জগতে কৃষ্ণ প্রেমিক পাবে
বলে রাখি আজ আজন্ম প্রেমিকাকে
বিরহের টানে ভালোবাসা পৌঁছাবে ।