অদিতি
বাতাসে ভাসছে বিয়ে বিয়ে মরশুম
গোলাপ গাঁদার হয়ে গেছে মুখ ভার
ফুটেছিল যারা বাগিচায় আলো দিতে
নষ্ট প্রহরে হলো তারা ছারখার ।
ফুলের জীবনে নিজের কিছু তো নেই
অন্যের নামে সবটুকু তোলা থাকে
নিশুতি রাতের বারবণিতার মতো
নিজের আতরে অন্যকে সুখে রাখে ।
সুখে থাকা এক অলীক স্বর্গ সিঁড়ি
নরকে গিয়েছে ফুলেদের শেষ দিন
ফুটে ছিল যারা সকাল আলোর বুকে
শয্যা সাজাতে পেল তারা আলপিন ।
অদিতি
বলো নাকো আর বাগানের ফুল হবে
ছিঁড়ে নেবে সব আকাশের ব্যাবিলন
তার চেয়ে ভালো ক্যাকটাস হয়ে গেলে
নরক কীটেরা করবেনা জ্বালাতন ।