অদিতি
তোমার বাগানে শান্তির খরগোশ
ঘাস খেয়ে যায় সন্ধ্যার কর্তিকে
অদিতি নাহয় আদুরেই হয়ে থেকো
বনলতা থাক সোহাগের লাল টিপে ।
তোমার শ্রী-তে গোলাপের সরলতা
বনলতা ক্ষীণ চোখের পলক ফেলে
তোমার নূপুরে হেলেনের বোবা মন
যতো ট্রয় আজ সৃষ্টিতে মুখ তোলে ।
তোমার ভেতরে ভিসুভিয়াসের ঘুম
তুমিই ফ্রেস্কো রোমানের গীর্জায়
তোমার ছড়ানো আঁচলের ছোঁয়া পেতে
বিবাগী হয়েছে দ্যাখো সুদীপ তন্তুবায় ।
অদিতি
তোমার জন্য আজকেই শেষ লেখা
স্টেশন ছেড়েছে কবে রাত্রির রেলগাড়ি
অদিতি নাহয় কবিতায় শুয়ে থেকো
ভালোবাসা নয় হয়ে যাক ছাড়াছাড়ি ।