অদিতি
দুধেল ধানেতে কৃষকের হাসি ফোটে
সন্তান সুখে জগতে মায়ের বুক
স্তনের অগ্রে অমৃত রাখে যারা
তুমিও তাদের প্রতিনিধি এক মুখ
আঘাতের ক্ষত মনের গোপনে রেখে
বেনারসী আর সিঁদুরের লালে লাল
যুগ-সভ্যতা অবিরাম বয়ে যেতে
তোমাকে গড়েছে সৃষ্টির মহাকাল
কালের নিয়ম ধ্বংসের পথে জানি
মৃত্যুর চেয়ে ক্ষুধার উপরে স্থান
শব সৎকার পূর্ণ হবার আগে
পেট বলে দুটি খাইবার কিছু আন
অদিতি
উপাসনা আর ক্ষুধার মতোই তুমি
অন্তরে থাক জীবন জননী ধারা
পুনর্জন্মে পৃথিবীতে ফিরে এলে
চিনে নেবে দ্যাখো প্রেমিক সর্বহারা ।