অদিতি
তোমার লাবণ্যে আঁধার রাতের আলো
যতো তারা তাই মিট মিট করে জ্বলে
এই পৃথিবীর আহত প্রেমিক দল
চেয়েছে তোমায় শূন্যে দুহাত মেলে ।

তোমাকে চেয়েছে শেষ বিকেলের নদী
দিয়ে যেতে তার রক্তিম জল-মন
ব্যর্থ আবেগে পুড়ে গেল কত বুক
প্রেমিকের ঠোঁটে ফিল্টার চুম্বন ।

তোমার আশায় শ্রাবণের যতো মেঘ
গুমরে গিয়েছে বৃষ্টি ব্যাকুল বুকে
এসেছে আবার মনকেমনের রাত
আবেগ মথিত বৃষ্টির পোড়া মুখে ?

অদিতি
তোমার আকাশে চৈতির দাবানল
শিকার করেছে রাতচরাদের ঘুম
এসোনা আবার ভরা ভাদরের বুকে
জ্বালাতে কখনো বিরহের ফাল্গুন ।
                        
                             ২০/০৮/১৯