*অশৌচ*

নিদান দেওয়ার আগে জেনে রেখো
আমি বিদ্রোহী হতে হতে পারি ।
পৌরুষের ঔদ্ধত্য কে যদি ভয় পাও
নিদান দেওয়ার আগে ভাবো , ভাবো একবার
আমি বিদ্রোহী হতে পারি ।


আমি ঈশ্বরের কাছে গিয়ে শুয়ে পড়ি
ঈশ্বরের পাষাণে প্রাণ আসবে ভেবে ।
জন্মদাত্রী নয় মা এসে ঘুম পাড়িয়ে দেয়
আমি আর ঈশ্বর এক হয়ে যাই
আমাকে নিদান দিতে এসো না
আমি বিদ্রোহী হতে পারি ।

অশৌচ ;
আমাকে ছেড়ে যায়নি ঈশ্বর ,
ছেড়ে যায়নি তোমার মন্দির ।
জলের ছুতোয় অভিশাপী অহল্যা
সামান্য ছোঁয়ায় সুচীবাই নারী
আমাকে নিদান দিতে এসোনা
এই হৃদকমলে আমি তোমার ঈশ্বরকে ফোটাই ।

                                      ১১/০৫/২০১৯