তোমার অসুখ হলে-
শেষ বিকেলের রক্তিমে ম্লান আলোর মতো
একটু একটু করে জেগে থাকি ।
তোমার অসুখ হলে-
পিরামিড খোঁড়া কোন নিথর মোমির মতো
শুয়ে থেকে বুকে হাত রাখি ।
এ পৃথিবীরও অসুখ হলে
অনিমেষ নিঃশ্বাস নিতে থাকে তোমারই মতো
একই পন্থা অবলম্বন করে ।
জীবনাসুখ বয়ে যায়
একটি অসুখ থেকে সেরে উঠে আরেকটি
অ- সুখের প্রতিক্ষা বাসরে ।