অবসন্ন আকাশে মেঘের ঘনঘটা
শরতের সমারোহ,
নিস্তেজ নেই ছুটন্ত মনের
অনুভূতির আলাপনে এঁকে চলেছি…
বিরামহীন চিত্র আপন সত্ত্বায়।

পাখিদের কলরব
জীবন মরণের সংলাপ,
প্রকৃতির নিরন্তন খামখেয়ালী অবসন্নতা,
তাঁরই মাঝে হৃদয়ের টানাপোড়েন,
অস্থির করে তোলে আমাকে।

শব্দ,প্রকৃতির কতগুলো নতুন শব্দ-
আমাকে তাড়িত করে বারংবার
বুনে চলি গীতি হয় না তাঁর ইতি।
গভীর অবসন্ন মনে সংশয় জাগে…
এ কেমন হায়রে আমি অভাগা কবি।