সৌরভবিশ্বাস

জন্মস্থান জানা নেই
বর্তমান নিবাস জানা নেই
পেশা ছাত্র

কবি সৌরভ বিশ্বাস এর জন্ম পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত বামনগোলা ব্লকের আদাডাঙ্গা গ্রামে। কবির ছেলেবেলা কেটেছে কেরালা রাজ্যের ত্রিবান্দমপুরে। তারপর ফিরে এসেছেন নিজের জন্মভূমিতে! কবিতা হচ্ছে হৃদয়ের না বলা কথার বহিঃপ্রকাশ। বর্তমান যুগে অধিকাংশ কবি তাঁর কবিতায় ফুটিয়ে তুলেছেন সমাজের নানান দিক যেমন জয়,পরাজয়, হতাশা,ব্যর্থতা, ভালোবাসার কথা। কবির প্রকাশিত বইয়ের নাম হল "অধরা মাধুরী"। বইটির মধ্যে তুলে ধরা হয়েছে জীবনের না হতাশার কথা। কবির মতে ভালোবাসা হচ্ছে পৃথিবীর পবিত্র অনুভূতি। যেটা অনেক মানুষ প্রকাশ করতে সংশয় বোধ করে। ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে কবি এই সৃজনশীলতাকেই উৎকৃষ্টতম মাধ্যম মনে করেন।

সৌরভবিশ্বাস ১ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


এখানে সৌরভবিশ্বাস -এর ২টি কবিতা পাবেন।

   
তারিখ শিরোনাম মন্তব্য
০৬/১০/২০২৪ অবসন্নতা
৩০/০৯/২০২৪ পাশাপাশি