শির-দাঁড়া আজও রেখেছি সোজা
ভেবোনা আমি সস্তা যে
বাসলে ভালো আমায় পাবে
বিশ্বাস আর আস্থাতে ।
মোমের মত যাই গোলে তবু
শুনে রাখো যেদ, আমারও আছে
আধপেটা খেয়ে কাটাবো দিন
ভিক্ষা নেবোনা কারো কাছে ।
দুঃখ সয়েই হয়েছি বড়
বিফল হইবা তাতেই বেশ
ধিক ধিক করে জ্বলবো আমি
এতো সহজে হবনা শেষ।
্