আমার দিকে মুখ তুলে
কি চাইবে না?
সবাইকে দাও উজার করে
ধন-সম্পদ দুহাত ভরে!
আমার বেলা শূন্য সবি
চুপটি তাও থাকি
নয়ন জলে সারাক্ষণ
তোমায় আমি ডাকি।
যাদের কাজ লোক ঠকানো
তারাই রাজার হালে,
পরের নৌকা চড়ে যারা
হাওয়া তাদেরি পালে।
আমার তরী ডুবছে দেখি
ঘুন ধরেছে দাঁড়ে
তোমার দয়া ছাড়া প্রভু
যাবো কেমনে পারে।
অসৎ পথে চাইনা কভু
কষ্টে থাকবো আমি তবু
সঠিক পথে চলবো
শুধু তোমার দেখা চাই।
সাহেবদের ওই দালানকোঠায়
আমার জায়গা নাই
হীরে মানিক চাইনা
যদি তোমার দেখা পাই।