এ ভারত এক পূণ্যভূমি
এ ভারত বীর যোদ্ধার দেশ
নানান ভাষাভাষী আমরা
মিলেমিশে আছি বেশ।
নিজ ঘরবাড়ি ছেড়ে
মোঘল পাঠান এসে
ফিরে আর যায়নি
রয়ে গেছে ভালোবেসে।
এসেছিল পরাক্রমশালী ইংরেজ দল
শাসন শোষণ করেছিল শত শত বছর
লুটেপুটে নিয়েছিল ধন-সম্পদ
তারাও যেতে বাধ্য হয়েছে
বিপ্লবী আর ভারতবাসীর চাপে।
স্বাধীনতা অর্জন করেছি আমরা
অনেক ত্যাগ আর রক্তের বিনিময়
এ ভারত আজ স্বনির্ভর
এ ভারত আজ সংগঠিত।
চোখে চোখ রেখে
লড়াই করার সাহস রাখে
এ ভারত আজ ঐক্যবদ্ধ
আগামীর শক্তিশালী রাষ্ট্র।।