রইলো পরে সংসার
মন, আর তো মানে না
একান্ন পীঠের সতীপীঠে
ডাকছে তারা মা।
জয় মা তারা বলে
চলরে সবাই মিলে
দু-চোখ ভরে দেখি
মায়ের মহিমা।
তোমার ওপর রাগ নয় মা
ছেলের নালিশ আছে
চারশো পাঁচশো না দিলে
যাওয়া যায় না তোমার কাছে।
তারাপীঠের পান্ডারা কেনো
খায় শুধু কাটমানি
নির্বাক বোসে থাকে প্রশাসন
আমরা সবটা জানি।
বলে ফেললাম অনেক কথা
মনে কিছু যেন করো না
অভিমানী ছেলে তোমার
ছেলের কথা ধোরোনা।