হে বিদ্রোহী কবি,
করে দিও ক্ষমা
যদি হয় ভুল
অন্তরেতে করছো বিরাজ
কাজী নজরুল ।
ছন্দে ছন্দে কত আনন্দে
লিখেছ হাজার গান
বিদ্যুতের তরঙ্গ তুমি
আল্লার বরদান।
মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে
একতারাতে সুর বেঁধেছ
তানপুরার ওই তারে তারে
ঐক্যের মালা গেঁথেছো।
কবিতা ছাড়া নেই গো কিছু
দেওয়ার মতো অঞ্জলি
তব শুভ জন্মদিনে
লহ বিনম্র শ্রদ্ধাঞ্জলি।।।।