অর্থই অনর্থের মূল
সহজ কথা বুঝবে কবে
চারজনের ওই কাঁধে চড়ে
গোরস্থানেই যেতে হবে।
রাজা-বাদশা দেখেছি কত
দেশের পরে জিতেছে দেশ
আড়াই হাত মাটির নিচে
তারাও আজ ঘুমায় বেশ ।
ভোর হলে ওই জেলের দল
রায়দিঘি তে ফেলবে জাল
দল বেঁধে ওই চাষির ব্যাটা
সাতবিঘেতে দেবে হাল।
থাকবে ব্যস্ত যে যার কাজে
তোমায় মনে করবেনা
এখন যারা সালাম ঠকে
তোমার জন্য মরবেনা ।
রইবে পরে গোলাপ চারা
আগের মতোই বাগানটাতে
পাঁচ ওয়াক্তের নামাজ দেবে
শুকুর আলী আসন পেতে ।
গো ভেস্ত হবে নসিব
তুমি যদি করো দান
কোরআন শরীফ মানে
তারাই সাচ্চা মুসলমান।