কাশবন ওই হাওয়ায় দোলে
শিশিরে ঘাস ধোয়া
শিউলি ফুলে ভরা বাগান
ঘ্রাণে পুজোর ছোঁয়া।
উমা আসার আগাম বার্তায়
আকাশ বাতাস মাতে
পটুয়াদের সময় খুবি
ব্যস্ততায় কাটে।
তর্পনেতে পিতৃপক্ষের হয় অবসান
মাতৃপক্ষের সূচনায়
ভদ্র বাবুর স্তোত্র পাঠ ও গান
(বাজলো তোমার আলোর বেণু,
মাতলো রে ভুবন)।
তবুও যে, ভয় থেকে যায়
দ্বিধায় ভরে মন
স্বর্গ থেকে মর্ত্যে
দেবীর গজে আগমন।