ওগো বিদেশিনী!
সেদিন দুজনে তুমি আর আমি ছিলাম একসাথে।
সমস্ত ঝড়-ঝাপটা উপেক্ষা করে
মায়াবী রাতে একে অপরের মুখোমুখি হয়ে।
সে ছিল এক অন্য অনুভূতি;
একে অপরকে চাওয়া খুব কাছ থেকে দেখা জীবনের সত্যতা।
আমি বরাবরই বিস্মিত হই তোমাতে
কিন্তু কখনো জানতে চাইনি তুমি আমাকে- ভালোবাসো কি'না।
তোমার চোখের চাহনি আমাকে মুগ্ধ করে
সে যেন এই মহাবিশ্বের সুন্দরতম নক্ষত্র।
জানি না তুমি আর আমি কখনো এক হবো কি'না
হয়তো সময়ের স্রোতে গা ঢাকা দেবে তুমি।
তবুও অপলক দৃষ্টিতে আমি চেয়ে থাকব
তোমার অপেক্ষায় পথ চেয়ে।