কী ভাষায় বলবো তোমায়
ওগো জ্ঞানসিদ্ধগুণী তোমায় বিদায়।
আমার বুক কেঁপে ওঠে,
দু'নয়ন ছলছল করে-
তব প্রয়াণে।

এই গভীর স্তব্ধতায়
আমি মর্মাহত,বাকরুদ্ধ!
তব হৃদয়বান আবেগে করেছিলে
গোটা জাতিকে উদ্বেলিত
আজ হলো তার স্বপ্নভঙ্গ।

মৃত্যুকে কখনো করোনি ভয়
ভালোবাসা দিয়ে করেছো
সত্যের জয়।

কিন্তু আজ হয়েছে মহা পরাজয়
যতই ভাবি তোমার কথা
মনে জাগে আরোও ব্যথা।

তুমি রবে অমর হয়ে
সমগ্র জাতিস্মরের হৃদয় জুড়ে।
তোমার দেখানো পথে হাটবো মোরা
করবো জগৎ জয়।


[উৎসর্গ: পশ্চিমবঙ্গের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা অবলম্বনে কবিতাটির রচিত।]