সারদা মায়ের ভাবনায়
এক নিষ্প্রভিত আলোয়,
বিকিরিত হচ্ছে জগত সংসার।
সেইতো মা নিজেই-এক মহাপ্রাণী!

তার ছটায় আজ তেজদীপ্ত হয়েছে
অন্ধকার গহ্বর এক অনন্য ভাবনায়।
ফুটেছে গাঙ্গুরিয়া'র মত ফুল
নারী শক্তি পেয়েছে তার নিজস্ব কূল।

আলোকিত হয়েছে বিশ্ব আঁধার,
মায়ের সেবায় আজ নিয়োজিত উদ্বেলিত প্রাণ।
তাঁর আনন্দের আশ্রমে শুধুই অবগাহন হয়
লালিত্যে,স্নিগ্ধতায় ভরা পূর্ণতার মধুর গীতি।

আজ দুর্দিনে স্বপ্নের দ্বারপ্রান্তে উদ্ভাসিত হোক-
আরোও স্নেহ ভরা,সুপ্তিত,তেজদীপ্ত প্রাণ।
রচিত হোক হাজার হাজার মায়ের গান
তবে এই জগত পাবে শ্রেষ্ঠ মায়ের সম্মান।

নিষ্পাপিত হৃদয় বিকশিত হোক,
স্বার্থহীন,মমত্বময় ভালোবাসার আলোয়।
মায়ের ভাবনায় পরিস্ফুটিত হোক অভয়ের জ্ঞান
সার্থক হয়ে উঠুক জগতে মায়ের এই স্বর্গের উদ্যান।