নারীরা নতুন করে আবারো স্বাধীন করলো দেশ
আর কখনো হতে দেবে না কোন বিদ্বেষ।
জেগে উঠেছে তরুণ প্রাণ,নেমেছে পথে প্রান্তরে-
বুক ফেটে যায় তবুও তৃষ্ণা মেটে না অন্তরে।
রাতের আলোয় নেমে এসেছে নিস্তব্ধতা
তখনই জ্বলে উঠেছে এক ঝাঁক হাজারো স্বপ্নকল্প।
স্বাধীনতার খোঁজে সকলে আজ দিশেহারা
প্রলয়ের বিদ্রুপে খসে পড়েছে সন্ধ্যা তারা।
যখন মনুষ্য হৃদয়ে মিশেছে পাপ,কলুষতা-
নেমে এসেছে জগতে ঘন আধারের ছায়া।
সোচ্চারিত করেছে অলিরা তাদের আহ্বান
ভুলে সকল জাতি তাদের নিজস্ব সত্তা।
যুগের পর যুগ কেটে যাবে,সভ্যতার মুমূর্ষ-
স্মৃতিগুলো চাঁপা পড়ে যাবে পুরনো স্তুপে।
এক নতুন সকাল হবে রক্তিম সূর্যালোকে-
জাগ্রত কন্ঠে সকলে বলে উঠবে স্বাধীনতা তোমারে সেলাম।