একদা যে হরিণী এসেছিল-
ধরা দিয়েছিল,
শিকারী'র আহারের কথা ভেবে
সেই হরিণী আজ হয়েছে পলাতক।
যে হরিণীর চোখে স্পষ্ট জ্বলজ্বল করছিল ভয়;
সেও আজ পলাতক।
চেহারায় রয়েছে বেশ সৌন্দর্যের ছাপ-
লাবণ্যে ভরা উজ্জ্বল চোখ,
যেথায় ফুটেছে ভালোবাসার করুন আকুতি-
সেই হরিণী আজ হয়েছে পলাতক।
হয়তো শিকারি হয়েছিল দূর্মম,উন্মাদ-
তাই'তো সেই হরিণী গিয়েছে অন্য বনে,
নতুন শিকারী'র খোঁজে অজানা এক নতুন দেশে!
গভীর বনের দীর্ঘ পথে হরিণীর খোঁজে-
আমিও একদিন হব পলাতক।