এক মা হয়েছে অভাগিনী-
সত্যতা গেছে মুছে,
শিরদাঁড়া যদি সোজা না রাখতে পারো
জাতিস্মর তুমি পদত্যাগ করো।
এখন অন্ধকার রাত্রিতে
শুধু বিদ্রোহের আগুন জ্বলে!
যদি প্রতিবাদ না'ই করতে পারো,
খুনি তুমি আত্মসমর্পণ করো।
অভয়ার আর ভয় নেই
চারিদিকে এখন শুধু তোমারই জয়।
মানুষের মুখোশ পরে রয়েছো যারা,
আর হতে যেও না ভালো।
সভ্যতার জ্ঞানচক্ষু হয়েছে উন্মোচন-
খুনি এবার তুমি পদত্যাগ করো।
[প্রেক্ষাপট:৯ ই আগস্ট ২০২৪ পশ্চিমবঙ্গের কলকাতা আর.জি.কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার অনুসরণে কবিতাটি রচিত]