এবার পুজোয় আমার নতুন জামা হবে
একটা,দুটো,তিনটে হয়তো বা তারও বেশি।
ঘুরতে যাব বাড়ির কাছাকাছি ও দূরে,
আসবো ফিরে স্বআনন্দে নিজের নীড়ে-
তবেই জীবন হবে সার্থক পুজোর ক'দিনে।
অথচ যে মানুষগুলোর দু-বেলা আহার জোটে না
জীবন চলে কোনমতে,
যারা খালি চোখে স্বপ্ন বুনে সারাক্ষণ-
নিয়তি করেছে হতভাগা!
যারা পায় না কদর কারো'র কাছেই-
এবার পুজোয় তাদের নতুন জামা হোক।