কেউ কোথাও ভালো নেই শহরে
সবাই হতাশা,যন্ত্রণা,দুঃখ নিয়ে বেঁচে আছে-
আগের মতন কারোর মুখে হাসি নেই,
এক ভয় কাজ করছে সবার মধ্যে
যেন নিমিষেই ধ্বংস হয়ে যাবে অধরা স্বপ্নগুলো।

বড় হতে চেয়েছিল যারা
স্তব্ধ পাথরের মত নির্বাক হয়ে পড়ে রয়েছে তারা।
এই অসুখের ঘা অনেকটাই তীব্র-
মিটবে না সহজেই,
ক্রমশ শেষ হয়ে যাচ্ছে প্রত্যেক মানুষ ভিতরে ভিতরে।

তারা কেউ ভালো নেই…
কারো'র মনে শান্তি নেই।