ক্রমশ অভাব আমাকে তাড়িত করতে লাগলো
এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হলাম।
দিনের আলোয় ক্রমশ স্বপ্নগুলো মিলিয়ে গেল শূন্যতায়
আমি অবাক হয়ে ভাবতে লাগলাম;
তবুও পিছু হাঁটলাম না।

শুধুই কী আমার হাহাকার
ক্রমশ দেখতে লাগলাম আরও অজস্র পরিজনদের
দুর্ভিক্ষ তাদেরও তাড়িত করছে।
ক্ষুধার জ্বালায় জ্ঞান হারিয়েছে ঠিক'ই-
তবুও হারায়নি তাদের বেঁচে থাকার সত্তা।

আমি বিবেকের কাছে দায়বদ্ধ!
হৃদয় আমাকে তাড়িত করে বারংবার।
আমি হারিয়ে ফেলেছি নিজেকে দুর্ভিক্ষের বেড়াজালে,
আমি পরিবর্তন চেয়েছি,প্রত্যাবর্তন নয়
নানাবিধ অবসন্নতা আমাকে হতাশাগ্রস্ত করে তুলেছে।

তবু কেন জানি মনে হয়…
ক্রমশ আমি হারিয়ে যাচ্ছি যুগযন্ত্রময়ে'র অদৃশ্য মায়াজালে।