কে তুমি সুন্দরীতমা!
রয়েছ অন্তরালে লুকিয়ে
মাঝে মাঝে শুধু দেখা দেও
অগভীর স্বয়নে স্বপনে।

কে তুমি হৃদয় গ্রাসী,সর্বনাশী-
নিরর্থক প্রতিচ্ছবি।
ভালোবাসার কথা বলে-ধ্বংস করো,
সদ্য প্রস্ফুটিত নব কলিকা'র হাজারও জীবন!