প্রিয়তমা!তুমি জানো?
তোমায় কত খুঁজেছি আমি
বসন্তের এই জ্যোৎস্না রাতে।
সকল মাঠ,ঘাট,বন পেরিয়ে-
গিয়েছিলাম বাড়ি তোমার অভিপ্রায়ে।
তবুও তুমি এলে না,
সকাল পেরিয়ে সন্ধ্যা হয়েছে-
জ্যোৎস্না রাতে আকাশে তারা ঝিকিমিকি করছে।
কচি ঘাসের পাতায় পড়ছে শিশির বিন্দু-
জ্যোৎস্না রাত পেরিয়ে ডাকছে ভোরের বন্ধু।
বসন্তের এই শুভক্ষণে
প্রতিধ্বনিত হচ্ছে মিলনের জয়গান!
দীর্ঘ অভিসারিকা শেষে আমি এসেছি
তুমি কেন আসোনি?
পূর্ণিমায় ভরা জ্যোৎস্না রাতে হেসেছে চাঁদ-
তোমা ছাড়া পড়ে রয়েছে হৃদয়ের দীর্ঘ অভিলাষ।